পটুয়াখালী ৪০৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গৃহবধু আটক

পটুয়াখালী ৪০৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গৃহবধু আটক
আব্দুল আলীম খান পটুয়াখালী  প্রতিনিধিঃপটুয়াখালী ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী গুলবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪০৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করে আসমা বেগম (২৯) নামের এক ফেন্সিডিল ব্যবসায়ীকে।
 
২৭ এপ্রিল রোববার আনুমানিক দুপুর ১ঘটিকার সময় পটুয়াখালী গুলবাগ জামে মসজিদের পশ্চিম পার্শ্বে বাড়ির পেছনে কচুরিপানার মধ্যে থেকে ৩ বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
 
এদিকে ডিবি পুলিশের টের পেয়ে চিহ্নিত ফেন্সিডিল ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ গা-ঢাকা দিলেও তার স্ত্রী আসমা বেগম বাসা থেকে পালানোর চেষ্টা সময় তাকে আটক করে। 
ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে আসমা সত্যতা স্বীকার করে তার স্বামী ভারতীয় ৩ বস্তা ফেন্সিডিল কচুরিপানার মধ্যে রেখে যান।
 
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জসীম উদ্দিন জানান,পটুয়াখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জালাল উদ্দিনের সহযোগিতায় শহরের গুলবাগ এলাকায় অভিযান চালায়।  পটুয়াখালী গুলবাগ জামে মসজিদের পশ্চিম পার্শ্বে বাড়ির পিছনে কচুরিপানার মধ্যে থেকে ৩ বস্তা ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় আটককৃত আসামি আসমা বেগমের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।